ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উপহার নিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় নাসির!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। বর্তমানে জাতীয় দলের রাডারে না থাকলেও খেলছেন বিভিন্ন বিদেশি লিগে। এই লিগ খেলতে গিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন তিনি। নিষেধাজ্ঞা অবশ্য বিসিবি দিচ্ছে না। 

 

২০২১ সালের টি-টেন লিগে ৭৫০ মার্কিন ডলারের পুরস্কার গ্রহণ করেছিলেন নাসির। অপরিচিত ব্যক্তির কাছ থেকে নেওয়া উপহারের কারণেই ফেসে যাচ্ছেন নাসির। 

উপহার পাওয়ার বিষয় নিয়ে আইসিসির তদন্ত কর্মকর্তা নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে নাসিরের পক্ষ থেকে তারা কোন সন্তোষজনক সাড়া পায়নি। 

আইসিসি তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে আইসিসি এই অভিযোগ গঠন করেছে। নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধি আইনের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷