ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপেও অনিশ্চিত বুমরাহ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ২০:০২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আসসালামু আলাইকুম

নিউজ ডেস্কঃ ইনজুরি! একজন পেস বোলারের সবচেয়ে বড় শত্রু বললে ভুল হবে না। এক ইনজুরিতে ইংল্যান্ড পেসার জোফরা আর্চার মাঠের বাইরে কাটিয়েছেন প্রায় ১৮ মাস। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ প্রায় অনিশ্চিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও।

গেল বছর পিঠের পুরোনো চোট নতুন করে এসেছিল বুমরাহর জীবনে। এখনও শতভাগ সুস্থ না হওয়ায় আইপিএলে খেলতে না পারা প্রায় নিশ্চিত। অপরদিকে বিশ্বকাপ নিয়েও রয়েছে শঙ্কা। ভারতীয় গণমাধ্যমের মতে বুমরাহ যদি অপারেশন করান তাহলে অন্তত ছয় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

বিশ্বকাপে বুমরাহকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে দেশটির ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে বিসিসিআইয়ের ফিজিও নিতিন প্যাটেলের অধীনে মেডিক্যাল টিম বুমরাহর ব্যাপারে দেখভাল করছেন।

অভিজ্ঞ এই পেসারের ফেরা হয়নি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজেও। সহসাই যে ফেরা হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। বুমরাহকে না পেলে বড় বিপাকে পড়তে হবে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। দলের পেস বিভাগের নেতৃত্বে রয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে পেস বিভাগকে নেতৃত্ব দিতে পারেন জফরা আর্চার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷