ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপজয়ী কোচকে দলে ভেড়াল নেদারল্যান্ডস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০১:৩৫

গ্যারি কারস্টেন। ছবি সংগৃহীত গ্যারি কারস্টেন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগ মুহূর্তে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে কোচিং স্টাফে যুক্ত করেছে নেদারল্যান্ডস। পরামর্শকের ভূমিকায় থাকবেন তিনি। ডাচ কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানও।


২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। সর্বশেষ আইপিএল আসরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবেও ছিলেন তিনি। আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার অভিজ্ঞতা আছে ক্রিশ্চিয়ানের। ক্রিশ্চিয়ান খেলেছেন বিগ ব্যাশ ও আইপিএলেও।

 

দুজনকে দলে টেনে উচ্ছ্বসিত কেএনসিবি হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রে, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কোচিং স্টাফ গ্যারি কার্স্টেন এবং ড্যান ক্রিশ্চিয়ান দুজনকেই স্বাগত জানাতে পেরে বেশ আনন্দিত। তারা অনেক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আসবেন, যা বিশ্বকাপের আগে এবং চলাকালে দলকে অনেক সাহায্য করবে। ’

 

কারস্টেন বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরামর্শক হিসেবে ডাচ দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। ক্যাম্প চলাকালীন দক্ষতা ও পেশাদারিত্বের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে তারা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ। ’



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷