ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন চাহাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৮:১৪

যুজবেন্দ্র চাহাল৷ ছবি সংগৃহীত যুজবেন্দ্র চাহাল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ধুকতে থাকা ওয়ানডে দলটা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে করেছে তিন শতাধিক রান৷ যদিও ম্যাচ হেরেছে তিন রানে৷ বলা হচ্ছে উইন্ডিজ ক্রিকেট দলের কথা৷ আর উইন্ডিজের এমন বিপর্যয়ের উত্তর দিলেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল৷

ভারতের এই রিস্ট স্পিনার বলেন, বাংলাদেশের বিপক্ষে উইকেটে আলাদা ছিল। ওই উইকেটে স্পিন ধরত। আজকের ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে তারা খুব ভালো খেলেছে। যদিও দু-একটা উইকেট গেলে তারা চাপে পড়ে যেত। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল সিরাজ ১৫ রান আটকাতে পারবে (শেষ ওভারে)।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল নিকোলাস পুরানের দল৷ তিন ম্যাচের একটিতেও করতে পারেনি দুই শতাধিক রান৷

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল যথাক্রমে ১৪৯, ১০৮ এবং ১৭৮ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷