ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এলপিএল প্লেয়ার্স ড্রাফট: দেখেনিন দলগুলোর খেলোয়াড় তালিকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ২২:২০

এলপিএল৷ ছবি সংগৃহীত এলপিএল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দেশটির নামের পাশে যোগ হয়েছে দেউলিয়া তকমা৷ সেটি অবশ্য নিজেরাই দিয়েছে৷ কি কারনে তা অজানা থাকার কথা নয় কারও৷ তবে সব হারিয়ে ক্রিকটে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্ঠা তা প্রশংসার দাবিদার৷ দেশের ভয়াবহ অবস্থার মাঝেও বাংলাদেশ সফর, এরপর নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ৷ চলতি মাসে পাকিস্তানও সফর করবে দেশটিতে৷ এরপর শুরু লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)৷

চলতি মাসের শেষ দিন শুরু হবে এবারের আসর৷ যা চলবে ২১ আগষ্ট পর্যন্ত৷ গতকাল মঙ্গলবার ছিল এলপিএলের প্লেয়ার্স ড্রাফট। গত আসরে বাংলাদেশের আল আমিন ইসলাম সুযোগ পেলেও এবার দল পায়নি কোন বাংলাদেশি৷

এবারের আসরে ড্রাফটের জন্য খেলোয়াড় নিবন্ধনের সংখ্যা ছিল ৩৫৩৷ স্থানীয় ১৭৩ জনের পাশাপাশি বিদেশী খেলোয়াড় ছিল ১৮০ জন৷ দল পাওয়ার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের খেলোয়াড়দের আধিক্য বেশি৷ এবারের ড্রাফট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। মোট ২০টি রাউন্ডে খেলোয়াড়দের বেঁছে নেয়ার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটে নাম দেয়া ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল রুবি, ইন্টারন্যাশনাল স্যাফায়ার, ইন্টারন্যাশনাল ডায়মন্ড 'এ', ইন্টারন্যাশনাল ডায়মন্ড 'বি' ও ইন্টারন্যাশনাল প্লাটিনাম ক্যাটাগরিতে ভাগ করা হয়।


ড্রাফট শেষে যেমন হল এলপিএলের দলগুলো-

গল গ্ল্যাডিয়েটর্স-

প্রি ড্রাফট- ইমাদ ওয়াসিম (৬০,০০০ ডলার), দানুশকা গুনাথিলাকা (৬০,০০০ ডলার), ফাহিম আশরাফ (৫০,০০০ ডলার), দুশমান্থ চামিরা (৫০,০০০ ডলার), ইয়ানেমান মালান (৪০,০০০ ডলার), কুশল মেন্ডিস (৪০,০০০ ডলার)

ড্রাফটেড প্লেয়ার- কায়েস আহমেদ (২৫,০০০ ডলার), আজম খান (২৫,০০০ ডলার), লাকসান সান্দাকান (২৫,০০০ ডলার), নুয়ান থুশারা (২৫,০০০ ডলার), সরফরাজ আহমেদ (১৫,০০০ ডলার), পুলিনা থারাঙ্গা (১৫,০০০ ডলার), নুয়ানিন্দু ফার্নান্দো (১৫,০০০ ডলার), নিমেশ ভিমুক্তি (১৫,০০০ ডলার), মোভিন সুবাসিংহ (১০,০০০ ডলার), নিপুন মালিঙ্গা (১০,০০০ ডলার), সাচিন্দু কলম্বাগে (৩,০০০ ডলার), লাকশান গামাগে (৩,০০০ ডলার), থারিন্দু কৌশল (৩,০০০ ডলার) ও সাম্মু আশান (৩,০০০ ডলার)।

ডাম্বুলা জায়ান্টস-

প্রি ড্রাফট- ডা’রসি শর্ট (৬০,০০০ ডলার), দাসুন শানাকা (৬০,০০০ ডলার), বেন কাটিং (৫০,০০০ ডলার), ভানুকা রাজাপাকশে (৫০,০০০ ডলার), চতুরঙ্গ ডি সিলভা (৪০,০০০ ডলার), রমেশ মেন্ডিস (২৫,০০০ ডলার), নুয়ান প্রদীপ (২৫,০০০ ডলার), থারিন্দু রাত্নায়েক (১৫,০০০ ডলার)

ড্রাফটেড প্লেয়ার- সন্দ্বীপ লামিচানে (৪০,০০০ ডলার), টিম সেইফার্ট (২৫,০০০ ডলার), হায়দার আলি (২৫,০০০ ডলার), শেলডন কটরেল (১৫,০০০ ডলার), প্রামদ মাদুশান (১৫,০০০ ডলার), লাসিথ ক্রসপুল (১৫,০০০ ডলার), কালানা পেরেরা (১০,০০০ ডলার), দিলুম সুদিরা (১০,০০০ ডলার), সাচিথা জয়াতিলকা (৩,০০০ ডলার), দুশান হেমন্ত (৩,০০০ ডলার), শাসা ডি আলভিস (৩,০০০ ডলার), রাভিন্দু ফার্নান্দো (৩,০০০ ডলার)।

কলম্বো স্টার্স-

প্রি ড্রাফট- ডোয়াইন প্রিটোরিয়াস (৬০,০০০ ডলার), অ্যাঞ্জেলো ম্যাথুস (৬০,০০০ ডলার), আসিফ আলি (৫০,০০০ ডলার), চারিথ আসালাঙ্কা (৫০,০০০ ডলার), নিরোশান ডিকওয়েলা (৪০,০০০ ডলার), নাভিন উল হক (২৫,০০০ ডলার), দীনেশ চান্দিমাল (২৫,০০০ ডলার), করিম জানাত (১৫,০০০ ডলার), সেকুগে প্রসন্ন (১৫,০০০ ডলার), জেফরি ভ্যান্ডারসে (১৫,০০০ ডলার)

ড্রাফটেড প্লেয়ার- ডমিনিক ড্রেকস (৪০,০০০ ডলার), ফজলহক ফারুকি (২৫,০০০ ডলার), ধনঞ্জয়া লাকশান (২৫,০০০ ডলার), ইশান জয়ারত্নে (১৫,০০০ ডলার), মুদিতা লাকশান (১০,০০০ ডলার), লাকসিথা মানসিংহে (১০,০০০ ডলার), কেভিন কোথথিগোডা (৩,০০০ ডলার), চতুরঙ্গ কুমারা (৩,০০০ ডলার), নাভোদ পারানাভিথানা (৩,০০০ ডলার), চামদ বাট্টাগে (৩,০০০ ডলার)।

ক্যান্ডি ফ্যালকন্স-

প্রি ড্রাফট- কার্লোস ব্র্যাথওয়েট (৬০,০০০ ডলার), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬০,০০০ ডলার), ফ্যাবিয়ান অ্যালেন (৫০,০০০ ডলার), চামিকা করুনারত্নে (৫০,০০০ ডলার), আন্দ্রে ফ্লেচার (৪০,০০০ ডলার), ইসুরু উদানা (৪০,০০০ ডলার)

ড্রাফটেড প্লেয়ার- ডেওয়াল্ড ব্রেভিস (২৫,০০০ ডলার), ক্রিস গ্রিন (২৫,০০০ ডলার), মাথিশা পাথিরানা (২৫,০০০ ডলার), আসেন বান্দারা (২৫,০০০ ডলার), উসমান খান শিনওয়ারি (১৫,০০০ ডলার), কামিন্দু মেন্ডিস (১৫,০০০ ডলার), আশান প্রিয়ঞ্জন (১৫,০০০ ডলার), মিনোদ ভানুকা (১৫,০০০ ডলার), আভিষ্কা পেরেরা (১০,০০০ ডলার), আশাইন ডানিয়াল (১০,০০০ ডলার), মালিন্দা পুষ্পকুমারা (৩,০০০ ডলার), জানিত লিয়ানাগে (৩,০০০ ডলার), লাসিথ আবেয়ার্থানা (৩,০০০ ডলার), কেভিন বান্দারা (৩,০০০ ডলার)।

জাফনা কিংস-

প্রি ড্রাফট- এভিন লুইস (৬০,০০০ ডলার), থিসারা পেরেরা (৬০,০০০ ডলার), হারদুস ভিলজয়েন (৫০,০০০ ডলার), ধনঞ্জয়া ডি সিলভা (৫০,০০০ ডলার), শোয়েব মালিক (৪০,০০০ ডলার), মাহিশ থিকশানা (৪০,০০০ ডলার), দুনিথ ওয়েল্লালাগে (২৫,০০০ ডলার), প্রবীন জয়াবিক্রমা (১৫,০০০ ডলার), আসেন রানদিকা (৩,০০০ ডলার)

ড্রাফটেড প্লেয়ার- শাহনেওয়াজ দাহানি (২৫,০০০ ডলার), বিনুরা ফার্নান্দো (২৫,০০০ ডলার), ট্রিস্টান স্টাবস (১৫,০০০ ডলার), সুমিন্দা লাকসান (১৫,০০০ ডলার), সাদিরা সামারাবিক্রমা (১৫,০০০ ডলার), দিলশান মাদুশাঙ্কা (১০,০০০ ডলার), নিপুন ধনঞ্জয়া (১০,০০০ ডলার), বিজয়াকান্ত বিয়াসকান্ত (৩,০০০ ডলার), থিসান ভিদুশান (৩,০০০ ডলার), টি দিনোশান (৩,০০০ ডলার)।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷