ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চমক দিয়ে আইসিসির বিশ্বকাপ একাদশ প্রকাশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১৪:৩৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার হেক্সা মিশন পূরণ দিয়ে পর্দা নেমেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ আসরের। পুরো টূর্ণামেন্ট জুড়ে দাপট দেখানো ভারত হেরেছে মেগা ফাইনালে। ফাইনাল শেষে অনেকেই নিজের মত বিশ্বকাপ একাদশ সাজাচ্ছে। এবার নিজেদের তৈরি করা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই একাদশে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। 

 

আইসিসির তৈরি একাদশে জায়গা পেয়েছেন ভারতের ছয়জন। বাকি পাঁচজন এসেছে চারটি দেশ থেকে।   এই একাদশে অস্ট্রেলিয়ার রয়েছে ২ জন। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের ১ জন করে সদস্য সুযোগ পেয়েছেন। আইসিসির প্রকাশিত সেরা একাদশে নেই পাকিস্তানের কেউ। 

একাদশে ভারতীয়দের আধিক্য দেখে সমালোচনার ঝড় উঠতে পারে। তবে মনে রাখা ভালো আসর জুড়ে দারুণ পারফর্ম করেছে রোহিত-কোহলিরা। দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছে দলটি। 

বিরাট কোহলি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। আসর জুড়ে করেছেন ৭৬৫ রান। মোহাম্মদ শামি বল হাতে ৭ ম্যাচেই তুলেছেন প্রতিপক্ষের ২৪ উইকেট। লোকেশ রাহুল মিডল অর্ডারে বাড়িয়েছে প্রতিপক্ষের চাপ। একই সাথে রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়কের কাজ সহজ করেছেন। 

একাদশ : কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শামি।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।