ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ‘মিশন হেক্সা’ নাকি ভার‍তের তৃতীয়? 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ১০:৪৪

ট্রফি নিয়ে ফটোসেশানে রোহিত-কামিন্স। ছবি: আইসিসি ট্রফি নিয়ে ফটোসেশানে রোহিত-কামিন্স। ছবি: আইসিসি

নট আউট ডেস্কঃ বেজেছে বিদায়ের করুণ সুর। ছয় সপ্তাহের ক্রিকেট মহা যজ্ঞের পর্দা নামছে আজ (রবিবার) রাতেই। দশ দলের বিশ্বকাপে বাকি রইলো আর দুই। ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মেগা ফাইনাল। 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডটা নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। এর আগে সাত বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি বিশ্বকাপ জিতেছে ৫টি৷ অন্য দিকে দুইটি বিশ্বকাপ জিতেছে ভারত। ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ভারতের লক্ষ্য যেখানে ট্রফি ঘরেই রেখে দেওয়া, সেখানে অজিদের লক্ষ্য মিশন হেক্সা। 

চলতি বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা কোন ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের ৯ ম্যাচেই দাপট দেখানো রোহিত শর্মার দল সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া এরপর আর হারের মুখই দেখেনি। গ্রুপ পর্বে যে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল অজিরা, সেমিফাইনালে সেই প্রোটিয়াদের হারিয়েই নিয়েছে মধুর প্রতিশোধ। 

বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে আসছে স্বাগতিক ভারত। ব্যাটিংয়ে যেমন কোহলি-রাহুলরা দেখাচ্ছেন আধিপত্য, সেখানে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের রীতিমতো আতংকের মধ্যে রেখেছেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহরা। এদিক দিয়ে খানিকটা পিছিয়েই আছে অস্ট্রেলিয়া। পুরো বিশ্বকাপে ঠিক অস্ট্রেলিয়াসুলভ ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে প্যাট কামিন্সের দল। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।