ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে ছয় বোলারও খেলাতে পারে ভারত!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ০৯:৪৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সেমিফাইনালে রেকর্ড রান করেছিল ভারতীয় ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং বিভাগ সেদিন কঠিন পরীক্ষায় পরেছিল। মোহাম্মদ শামি একাই নিয়েছিলেন ৭ উইকেট । শামির বোলিং নৈপূণ্যেও বোলারদের খারাপ সময় ভুলে যায়নি ভারত। তাই ফাইনালের আগে আলোচনায় কতজন বোলার নিয়ে খেলবে ভারত। 

 

বোলিং বিভাগে শক্তি বাড়াতে রবীচন্দ্রন অশ্বিনকে দেখা যেতে পারে একাদশে। বোলিংয়ের পাশাপাশি গত দুই দিনে ব্যাট হাতে পরিশ্রম করেছেন তিনি। 

ছয় বোলার নিয়ে রোহিত শর্মা সংবাদ সম্মেলনে বলেন, 'স্কোয়াডের ১৫ জন থেকে যেকেউ খেলতে পারে। সবারই সুযোগ থাকবে। আমরা উইকেট দেখে ঠিক করব। উইকেট কন্ডিশন দেখে, শক্তি-দুর্বলতা বুঝে আমরা সিদ্ধান্ত নেব কোন ১১ জন খেলবে। সবাইকেই তৈরি রাখা হয়েছে।'

রোহিত আরও জানান, সব পথই তাদের সামনে খোলা আছে। সব ক্রিকেটারই আছেন প্রস্তুত, 'সব পথই খোলা আছে। এখন কিছুই বলতে চাই না। যে কেউ যেকোনো সময় খেলতে পারে। একটা চোটের পর শামি ও সূর্যকুমার এসে নিজেদের কাজটা দারুণভাবে করছে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।