ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

একদিন অবশ্যই বিশ্বকাপ জিতব : মিলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ১০:৪১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এবারের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের সাফল্য কি ? সহজ উত্তর আগে ছিল চারটি সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা, এবার যোগ হয়েছে আরেকটি। সবমিলিয়ে পাঁচবার সেমিফাইনাল খেলার সুযোগ পাওয়া দলটি এবারেও ফাইনালে যেতে ব্যর্থ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৩ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে শতক করে দলের ‘ট্রাজিক হিরো’ ছিলেন ডেভিড মিলার। বিদায়ের পর অবশ্য শুনিয়েছেন আশার বারণী। দল একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবে বলে আশা করেছেন তিনি। 


ফাইনাল খেলতে না পেরে মিলার বলেন, 'সত্যি বলতে এটা খুবই হতাশাজনক। কুইন্টন ডি কককেই দেখুন। চারটি সেঞ্চুরি করেছে সে, অথচ কোনো রান না করেও যদি সে ট্রফি জিতত তাহলে আরও খুশি হত। টুর্নামেন্ট শুরুর আগে, আমরা কেবল কথা বলছিলাম কীভাবে দারুণ স্মৃতি বানানো যায় ও সফরটা উপভোগ করা যায়। আমরা অনেকগুলো কাজ সফলভাবে করেছি এবং পেছনে ফিরে অবশ্যই বলতে পারি দারুণ এক সময় কাটিয়েছি আমরা। '

তিনি আরও বলেন, 'আমরা সবাই ভিন্ন টুর্নামেন্টে ও ভিন্ন দলের হয়ে খেলেছি। এটা এই দলটির অন্যতম বিশেষত্ব। এবার এটা (চ্যাম্পিয়ন) হওয়ার কথা ছিল। তবে এই ছেলেরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবে। আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি। '

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।