ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

‘একটা সুযোগের অপেক্ষায় ছিলাম’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৪

সময়টা স্বপ্নের মতো কাটছে মোহাম্মদ শামির। গেটি ইমেজ সময়টা স্বপ্নের মতো কাটছে মোহাম্মদ শামির। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সময়টা স্বপ্নের মতোই যেন কাটছে ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির। ভারতকে ফাইনালে তুলতে এই পেসার সামনে থেকেই যেন দলকে দিচ্ছেন নেতৃত্ব। জমজমাট সেমিফাইনালে নিউজিল্যান্ডকে বল হাতে একাই গুড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শামি। তাতেই গড়েছেন একাধিক বিশ্ব রেকর্ড।

মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে যেখানে ব্যাটাররা করেছে রাজত্ব, সেখানে বল হাতে কেবল ব্যতিক্রম ছিল একজন। তিনি মোহাম্মদ শামি। সেমিফাইনালে এই পেসার একাই তুলে নিয়েছেন সাত কিউই ব্যাটারকে। বিশ্বকাপের নক আউট স্টেজে যা কোন বোলারের সেরা বোলিং ফিগারের রেকর্ড। এছাড়া এদিন আরও একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মোহাম্মদ শামি। চলতি আসরেই বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকার করেছিলেন অজি পেসার মিচেল স্টার্ক।

পঞ্চাশ উইকেট স্পর্শ করতে স্টার্কের লেগেছিল মোটে ১৯ ইনিংস। কিউইদের বিপক্ষে অগ্নিঝরা বোলিংয়ে সেই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকার করতে শামির লেগেছে মাত্র ১৭ ইনিংস। ভারতকে ফাইনালে তুলে খানিকটা আক্ষেপ করতেই পারেন মোহাম্মদ শামি। কেননা বিশ্বকাপের শুরুর দিকে এই পেসারকে থাকতে হয়েছে একাদশের বাইরে। চোটে হার্দিক পান্ডিয়ার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায়, একাদশে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ। অন্যরা যেখানে খেলেছেন অন্তত ৮টি করে ম্যাচ। সেখানে ৬ ম্যাচ খেলেই সবাইকে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ শামি। সেমিফাইনালে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি করলেও সবকিছুই ম্লান করে দিয়েছেন ৫৭ রানে ৭ উইকেট শিকার করা মোহাম্মদ শামি। অনুমেয়ভাবেই তাই ম্যাচ সেরার পুরস্কার ওঠে শামির হাতে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামি বলেন, ‘আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম যে কখন আমার সময় আসবে। আমি সাদা বলের ক্রিকেট তেমন খেলতে পারিনি। আমার মাথায় ছিল যে, এখানে ইয়োর্কার ও স্লোয়ার বল কিছুটা কাজে আসতে পারে। আমি নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছিলাম।’

আক্রমণে এসে শুরুতেই কিউই দুই ওপেনারকে ফিরিয়েছিলেন শামি। এরপর ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসনের জুটি জমে উঠে বেশ। তাতেই শঙ্কার কালো মেঘ জমা হতে থাকে ভারতের আকাশে। এর মাঝেই কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন শামি। তাতে আরো বেশি চাপেই পড়েছিল ভারত। তবে সেই শামিই শেষ পর্যন্ত ভারতকে এনে দেন দারুণ এক জয়। ক্যাচ মিস করায় খানিকটা মন খারাপ হলেও দলকে জেতাতে পেরেই খুশি শামি।

তিনি আরও বলেছেন, 'আমার খুব খারাপ লাগছিল এটা মিস করে। বোলিংয়ে আমি স্লোয়ার দেয়ার চেষ্টা করেছিলাম। উইকেট বেশ ভালো ছিল। শিশির পড়ায় কিছুটা সুবিধাও হয়েছিল। এটা এমন একটা দিন যে এমন দিন আর কবে আসবে আমার জানা নেই।'

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।