ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতের টানা ৯ ম্যাচ জয়ের ‘রহস্য’ জানালেন রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩ ১৫:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। ব্যাটিং , বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সেরা সময় কাটাচ্ছে ভারতীয় দল। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে খেল হারাচ্ছে প্রতিপক্ষ দল। পাকিস্তানের কেউ আবার মনে করে ভারত অবৈধ সুবিধা নিয়েই ম্যাচ জিতছে। তবে গ্রুপ পর্বের টানা ৯ ম্যাচ জিতে রহস্য জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

 

নেরাদরল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে রোহিত বলেন, ‘টুর্নামেন্ট শুরুর প্রথম থেকেই আমরা একই সময়ে একটা ম্যাচ নিয়ে ভেবেছি। আমরা বেশি দূরের কথা ভাবতে চাইনি। এটা অনেক লম্বা টুর্নামেন্ট। সব মিলে ১১ ম্যাচ খেলতে হবে যদি আমরা ফাইনাল খেলতে পারি। আমরা এক ম্যাচের দিকেই ফোকাস করেছি। ৯টা ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে বেশ আনন্দিত। প্রথম ম্যাচ থেকে আজ (গতকাল) পর্যন্ত দুর্দান্ত খেলেছি।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ৫ ম্যাচ ভারত জিতেছিল রান তাড়া করে। এরপর বাকি চার ম্যাচ স্বাগতিক দল জিতেছে প্রথমে ব্যাটিং করে। প্রথমে ব্যাটিং করে সব ম্যাচ ভারত জিতেছে ১০০ বা তার বেশি ব্যবধানে। যার মধ্যে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে ৫৫ ও ৮৩ রানে অলআউট করেছিল।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।