ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতের দাপুটে জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩ ২২:১০

শ্রেয়াস আইয়ার হাঁকালেন সেঞ্চুরি। গেটি ইমেজ শ্রেয়াস আইয়ার হাঁকালেন সেঞ্চুরি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ভারত। সবার আগেই সেমির টিকিট কাটা রোহিত শর্মার দলের জন্য গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পূর্ণের। অন্য দিকে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় নেদারল্যান্ডসের জন্যও ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। এমন ম্যাচে ডাচদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠে ভারত।

ব্যাঙ্গালোরে এদিন আগে ব্যাট করা ভারতের টপ অর্ডারের সবাই পেয়েছে পঞ্চাশোর্ধ রানের দেখা। যার মধ্যে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতেই মাত্র ৪ উইকেট খুইয়ে ভারত তুলেছিল ৪১০ রানের হিমালয় সমান রান। জবাবে দিতে নেমে ডাচ ব্যাটারদের নিয়ে খানিকটা ছেলেখেলায় মাতেন ভারতীয় বোলাররা।

এদিন বল হাতে উইকেটের দেখা পেয়েছেন কোহলি-রোহিতরাও। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে নেদারল্যান্ডস থামে ২৫০ রান করে। ফলে, ১৬০ রানের বড় জয় পায় রোহিত শর্মার দল। ভারতের জয়ে অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অন্য দিকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে ফিরতে হচ্ছে খালি হাতেই।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।