ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতকে হারানো সম্ভব, বলছেন—ডাচ তারকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩ ১১:০৬

ডাচ তারকা তেজা নিদামানুরু। গেটি ইমেজ ডাচ তারকা তেজা নিদামানুরু। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ভারত বিশ্বকাপ এসেছিল নেদারল্যান্ডস। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে দিয়েছিল চমক, এরপর বাংলাদেশকে হারিয়ে লড়াইয়ে ছিল সেমিফাইনালেরও। যদিও গতকাল (বুধবার) ইংল্যান্ডের কাছে হেরে আনুষ্ঠানিকভাবেই টুর্নামেন্টের রেস থেকে ছিটকে গেছে দলটি। 

নিয়মরক্ষার শেষ ম্যাচে ডাচদের প্রতিপক্ষ ফর্মের তুঙ্গে থাকা ভারত। যারা কিনা অপরাজেয় থেকেই সবার আগে কেটেছে সেমিফাইনালের টিকিট। ম্যাচটা নিয়মরক্ষার হলেও ভারতকে হারানোর স্বপ্ন আঁকছে খোদ এক ভারতীয়ই। তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তেজা নিদামানুরু। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‌‘ক্রিকেটে সবকিছুই সম্ভব। তাই আমাদের জেতাটাও (ভারতের বিপক্ষে) সম্ভব।’

বিশ্বকাপের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে ভারত। নয় ম্যাচের মধ্যে আট ম্যাচ খেলা দলটি জয় পেয়েছে সবকটিতেই। খর্বশক্তির নেদারল্যান্ডসও যে ভারতের সামনে পাত্তা পাবে না সেটা অনেকটা অনুমেয়ই। ডাচ তারকা নিদামানুরুও উড়তে থাকা ভারতের প্রশংসা ছিলেন পঞ্চমুখ। ভারতের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা (ভারত) এ টুর্নামেন্টের সেরা দল। টেবিলের এক নম্বরে অবস্থান করছে। আমরা খুবই উজ্জীবিত তাদের বিপক্ষে খেলা নিয়ে।’

ভারতকে হারানোর কাজটা নেদারল্যান্ডসের জন্য খুব একটা সহজ না হলেও, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চান বলে জানিয়েছেন এই ডাচ তারকা। ভারতকে হারাতে তাই ভাগ্যের সহায়তাই চেয়েছেন তিনি। নিদামানুরু আরও বলেছেন,‘আমরা আমাদের ব্র‍্যান্ড অব ক্রিকেটটা খেলি। আমাদের স্পিন ভালো খেলে এমন ক্রিকেটারও আছে আবার উইকেট নিতে পারে বোলিংয়ে এমন ক্রিকেটারও আছে। তবে অবশ্যই ভাগ্য থাকতে হবে সঙ্গে। তারা অবশ্যই শক্তিশালী দল, তবে যেকোনো কিছুই ঘটতে পারে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।