ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কোহলির ব্যাটে জাদেজার বলে উড়ে গেল প্রোটিয়ারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৩ ২১:২৩

পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের সুপার সানডের লড়াইটা ছিল টেবিলের শীর্ষে থাকা ভারত ও দক্ষিণ আফ্রিকার। কোলকাতার ইডেন গার্ডেন্সে এদিন আগে ব্যাট করে বিরাট কোহলিত সেঞ্চুরিতে ৩২৬ রানের পাহাড় গড়ে ভারত। জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে, ২৪৩ রানের বড় জয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল ভারত।

৩২৭ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই দক্ষিণ আফ্রিকা হারায় ইনফর্ম কুইন্টন ডি ককের উইকেট। ৫ রান করা এই প্রোটিয়া ওপেনার ফিরেন মোহাম্মদ সিরাজের শিকার হয়ে। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক টেম্বা বাভুমা ও র‍্যাসি ভ্যান ডার ডুসেন। কিন্তু দু'জনই ফিরে যান দ্রুত। এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এক পর্যায়ে ৪০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। কার্যত তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন মাত্র চার ব্যাটার। সর্বোচ্চ ১৪ রান আসে মার্কো ইয়ানসেনের ব্যাট থেকে৷ ভারতের পক্ষে একাই ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি নেন ২ উইকেট করে।

এর আগে ব্যাট করে বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৩২৬ রানের পাহাড় গড়ে ভারত। ১০ চারে ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এছাড়া ৭ চার ও ২ ছক্কায় শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৭৭ রান। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪০ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।