ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডাচদের উড়িয়ে দিয়ে সেমির পথে আফগানিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩ ২০:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে নেদারল্যান্ডসকে হারাতেই হতো আফগানদের। ফর্মের তুঙ্গে থাকা আফগানিস্তানের সামনে যে ডাচরা খুব একটা সুবিধা করতে পারবে না তা ছিল অনুমেয়ই।

শুক্রবারের খেলায় হয়েছেও ঠিক তাই। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে টেবিলের পাঁচে উঠেছে রশিদ খানরা। তাতেই সেমির স্বপ্নটা যেন আরও গাড় হলো তাদের। লক্ষ্ণৌতে এদিন আগে ব্যাট করতে নেমে দারুন শুরু পেয়েছিল নেদারল্যান্ডস। তবে এরপরেই দলটি হারায় খেই।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টপ অর্ডারের পাঁচ ব্যাটারের চার জনই ফিরেন রান আউটে কাটা পড়েন। বাকিদের এমন পাগলাটে আউটের দিনে একাই লড়াই করেন সারব্রেন্ট৷ তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭৯ রান সংগ্রহ করে ডাচরা।

আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নাবী নেন ৩ উইকেট। নূর আহমেদ নেন ২ উইকেট। জবাবে রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদির হাফ সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। সেমিতে যেতে দলটির সামনে এখন বড় বাঁধা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

 

নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।