ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনাল-গ্রায়েম স্মিথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩ ১৪:৩২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ কত কত বিশ্বকাপ শুরু হলো। আবারও যথারীতি নিয়মে কোন এক দলের শেষ হাসিতে পর্দা নামলো আসরটির। শুধু ভাগ্য পরিবর্তন হয়নি দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ ইতিহাসে দলটির নেই কোন সফলতা। তাইতো দলের সাথে যোগ হয়েছে চোকার তকমা। তবে দলটির সাবেক তারকা গ্রায়েম স্মিথ মনে করেন এবার ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা।

 

দক্ষিণ আফ্রিকার সাথে ফাইনালে ভারতকে রেখেছেন স্মিথ। ভারত যে ফর্মে রয়েছে তাতে ফাইনালে ভারতকে দেখছে সকলেই। 

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখার স্বপ্নের কথা জানিয়েছেন গ্রায়েম স্মিথ, ‘যদি স্বপ্নের কথা বলেন, আশা করি, এবার দক্ষিণ আফ্রিকা-ভারত ফাইনাল হবে। আহমেদাবাদে কী এক অভিজ্ঞতা হবে ভাবুন! আমি ফাইনাল দেখতে যাওয়ার জন্য বিমানের টিকিট পেতে যুদ্ধে নেমে যাব। এখনো দীর্ঘ পথ বাকি। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জিততে দেখাই আমার স্বপ্ন।’

বিশ্বকাপ শুরুর আগে শেষ চারে খুব কম মানুষই দক্ষিণ আফ্রিকাকে চিন্তা করেছিল। কোনরকম বিশ্বকাপে সুযোগ পাওয়া এই দলটি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। ব্যাটিং, বোলিং দিয়ে প্রতি ম্যাচেই শাসন করছে প্রতিপক্ষকে। এবার ভালোই সুযোগ বিশ্বকাপ জেতার। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।