ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সতর্ক থাকতে হবে-সৌরভ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১২:৩৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টানা পাঁচ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা শক্ত করেছে ভারত। জয়ের ধারা বজায় রাখতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে দারুণ ক্রিকেটটাই। রবিবার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামবে ভারত। 

 

শুধু ইংল্যান্ড নয়, বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভবিষ্যতে সজাগ থাকতে হবে ভারতকে। এমনটিই মনে করেন সৌরভ গাঙ্গুলী। 

সৌরভের ভাষ্য, ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।

এদিকে বিশ্বমঞ্চে ইংল্যান্ডের খেলা দেখে হতাশ সৌরভ। তার ভাষ্য, কোনো দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।