ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত স্টোকস!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩ ২২:০৭

বেন স্টোকস। ফাইল ছবি বেন স্টোকস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের শুরুটা সুখকর হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে স্রেফ উড়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে থাকা ইংল্যান্ডের সামনে এবার বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ তারকা ব্যাটার বেন স্টোকসকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। নিতম্বের ইনজুরিতে বেন স্টোকস মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাও।

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্টোকসের সার্ভিস পাবে না ইংলিশরা। এমনটাই দাবি করছেন বিবিসিসহ একাধিক ইংলিশ সংবাদমাধ্যম। বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে রোববার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন বেন স্টোকস। কিন্তু ধর্মশালার আউটফিল্ডের শোচনীয় অবস্থা থাকায় তাকে নিয়ে রিস্ক নিতে রাজি নয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেদিক বিবেচনা করেই স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংলিশরা। এদিকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের পর, ধর্মশালার আউটফিল্ড নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। যার জের ধরে আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টিটলে ও পিচ কনসাল্টেন্ট এন্ডি এটকিনসন রোববার মাঠ পরিদর্শন করেন। কয়েকটি জায়গা তারা কর্দমাক্ত অবস্থা দেখতে পেয়েছেন। তবে আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী ১০ অক্টোবর ধর্মশালাতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের এই ম্যাচ।

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।