ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাকিবদের মত পাগলামি করে না রোহিতের ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩ ১৫:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ দল ঘোষণার পর এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, রোহিত শর্মা সাত থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চামানুষি যে, আমার ব্যাট, আমিই খেলব।

যে রোহিত শর্মার উদাহারণ দিয়েছিলেন সাকিব, সেই রোহিতের ভাবনা গেছে সাকিবের ভাবনার বিপক্ষে। এক প্রশ্নে রোহিত জানিয়েছেন অনেক কথাই। 

রোহিত বলেন, দলের মধ্যে ফ্লেক্সিবিলিটি জরুরি। কিন্তু তাই বলে এমন না যে ওপেনারকে সাত নম্বরে পাঠিয়ে দেব অথবা হার্দিক পান্ডিয়াকে ওপেনিংয়ে পাঠিয়ে দেব— এটা হয় না। শিখর ধাওয়ান ও রোহিত শর্মা গত সাত বছর ধরে ওপেন করছে।

রোহিত আরও বলেন,আমি যখন দলে এসেছি, আমারও ব্যাটিং পজিশন ওপর থেকে নিচ হয়েছে। আমরা সব তরুণই করেছি। তো আমি সেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি। তাই বলে এটা নয় যে, সে ওপেনার তাকে আট নম্বরে পাঠিয়ে দাও। আর আট নম্বর ব্যাটারকে উপরে পাঠিয়ে দাও। আমরা এমন পাগলামি করি না।

ভারতীয়রা এমন পাগলামি করে না বলেই হয়তো বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। অপরদিকে বাংলাদেশের ট্রফি জয়ের স্বপ্ন শুধুই মুখে। নতুবা কেন তামিমের মত পরীক্ষিত ও অভিজ্ঞ একজন ওপেনারকে লোয়ার অর্ডারে ব্যাটিং করার প্রস্তাব দিবে বিসিবি। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।