ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাথিউসকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ জুন ২০২৩ ২৩:০২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে জায়গা পেয়েছেন 'বেবি মালিঙ্গা' খ্যাত মাথিশা পাথিরানা। এ ছাড়া এই দলে যুক্ত করা হয়েছে দুশান হেমান্থাকে।

যদিও এই দলে রাখা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ১৯ উইকেট নিয়ে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতাতে বিশাল ভূমিকা রেখেছেন পাথিরানা। আলোড়নও তৈরি করেছেন ক্রিকেট বিশ্বে।

ওয়ানডে দলে পাথিরানার ডাক পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। গত ২ জুন এই ফরম্যাটে অভিষেক হয় পাথিরানার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য তেমন কিছুই করতে পারেননি তিনি। ৮.৫ ওভারে ৬৬ রান খরচায় এক উইকেট নেন তিনি।


শ্রীলঙ্কা স্কোয়াড- দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামাবিক্রমা (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা এবং দুশান হেমান্থা।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।