তাদের সম্মানে একটা ম্যাচ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১৪:৫২
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে তারা কিংবদন্তি৷ লম্বা একটা সময় ধরে তিন ফরম্যাটের দায়িত্ব তাদের কাঁধেই৷ যদিও কেউ কেউ রয়েছেন দু-এক সংস্করণে৷ আবার কেউ সম্পূর্ণ বাইরে৷
ইনজুরির কারণে অনেক আগেই টেস্ট ছাড়তে বাধ্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা৷ টি-টোয়েন্টি ক্রিকেটটাও চালিয়ে যেতে পারেননি নানামুখী চাপে৷ দলের ভবিষ্যত চিন্তায় ওয়ানডে নেতৃত্ব ছেড়েছিলেন চাপা কষ্ট নিয়েই৷ তবে এখনও আনুষ্ঠানিক বিদায় বলেননি আন্তর্জাতিক ক্রিকেটকে৷
সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের বেলায় অভিমান আকাশ ছোঁয়া৷ পর্যাপ্ত মূল্য না পাওয়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন শতক উৎযাপন শেষে৷ টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় না জানালেও একাদশে সুযোগ হয়না অনেক দিন৷ বাকি শুধুই রয়েছে ওয়ানডে ক্রিকেট৷
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দুজনে ফেসবুক পোস্টে বিদায় বলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি৷ তামিম জায়গা হারিয়েছেন ওয়ানডে ক্রিকেটে৷ মুশফিক অবশ্য রয়েছে এখন দুই সংস্করণে৷
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বলে বাড়তি চাওয়া ছিল ক্রিকেটারদের প্রতি৷ তবে শেষ পর্যন্ত ব্যর্থতা প্রায় শতভাগ৷ নিশ্চিতভাবে ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলে ফেললেন সাকিব, রিয়াদ ও মুশফিক৷ পরের বিশ্বকাপে তামিমের খেলার তো প্রশ্নই উঠে না৷
বাংলাদেশ দলকে দেওয়ার মত কিছুই নেই পঞ্চপান্ডবের৷ শেষ বেলায় বিসিবির উচিত তাদের সম্মান জানানো৷ যেহেতু পাঁচ জনের কেউ বিদায় জানায়নি ওয়ানডে ক্রিকেটকে৷ তাদের সম্মানে একটা ম্যাচ আয়োজন করে সম্মান দেওয়া হোক মাঠ থেকে৷
বিশ্বকাপ শেষে এক ম্যাচে রাখা হোক পঞ্চপান্ডবের সকলকে৷ ম্যাচ শেষে গ্যালারী ভর্তি দর্শকদের সামনে তাদের জানানো হোক অভিবাদন৷ একই সাথে চালু হোক মাঠ থেকে বিদায়ের রীতি৷
-নট আউট/এমআরএস
তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....
বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...
৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!
শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।
তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়
‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...
আপনার মূল্যবান মতামত দিন: