ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞতা আর লেগস্পিনার; এখনই সময় বিশ্বকাপ পরিকল্পনা করার

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৩১

ফা ফা

মশিউর রহমান শাওন: বিশ্বাস করতে সমস্যা নেই, বাংলাদেশ ওয়ানডেতে সত্যিই ভালো দল৷ অন্তত প্রতিপক্ষ লাল-সবুজ প্রতিনিধিদের সমীহ করে এই সংস্করণে৷ ম্যাচে দাপট দেখানো আর সাফল্যের বেলায় ধারাবাহিক বলে এশিয়া কাপ নিয়ে বড় স্বপ্ন দেখেছিল পুরো বাংলাদেশ৷ তবে আপাতত সেই স্বপ্ন চাপা কষ্টে পরিণত হয়েছে৷

আফগানিস্তানের বিপক্ষে হার কিংবা জিতেও বিদায় হতে পারে সাকিবদের৷ এশিয়া কাপ চলছে, তাই এখানে নতুন করে গভীর পরিকল্পনার সুযোগ নেই৷ তবে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আরও মাসখানিক বাকি ৷ তাই চাইলে সাজানো পরিকল্পনা করা যেতেই পারে৷

গত ১১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণায় সাকিবকে অধিনায়ক করেছিল বিসিবি৷ সাকিবের নেতৃত্বে দল দেশ ছেড়েছিল ২৭ আগস্ট৷ মাঝের এই সময়ে সাকিব ব্যস্ত ছিলেন বিদেশি লিগে, ব্যস্ত ছিলেন বিজ্ঞাপন দুনিয়ায়৷

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবের পরিকল্পনাতে আউট হয়েছিলেন হৃদয়৷ একই বুদ্ধিতে হৃদয়কে ম্যাচে আউট করেছে শ্রীলঙ্কা৷ অনুশীলনে সাকিবকে যদি লম্বা সময় পেতেন হৃদয়, তবে কাজ করতে পারতেন আরও বেটার ওয়েতে৷

এশিয়া কাপ শেষে দিন-দুয়েকের ছুটি পেতে পারেন অধিনায়ক৷ ছুটি শেষে বিশ্বমঞ্চে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত সাকিব যেন শুধুই দলের হয়, তা নিশ্চিত করতে হবে বিসিবিকে৷

জাতীয় দলে দেশ সেরা ক্রিকেটাররাই জায়গা পায়৷ তানজিদ তামিম ও নাঈম শেখ তেমনি দুজন৷ তবুও সাকিব মিস করেছেন নিয়মিত ওপেনারদের৷ প্রকাশ্যে বলেছেন তামিম-লিটনদের কথা৷ বড় মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজন অধিনায়ক যখন বুঝেছেন তখন অনেকটা দেরিই হয়েছে৷

এশিয়া কাপের এই দল নিয়ে আপনি বিশ্বকাপে দুই-একটা ম্যাচ জিতে যাবেন, শুধু জিততে পারবেন না ট্রফিটা৷ তরুণদের সুযোগ দেওয়ার জায়গা কখনো বড় মঞ্চ হতে পারে না৷ হতে পারেনা সামর্থ্য প্রমাণের জায়গা ৷

এক ম্যাচ হারে বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি৷ তবে যেটা হয়েছে তা হলো আত্মবিশ্বাসে ঘাটতি৷ খুব সম্ভবত বিশ্বকাপ স্কোয়াডে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ৷ তামিমের ফেরাটাও স্বাভাবিক৷ তারা ডট খেললেও অধিনায়কের স্নায়ু চাপ কমাবে৷ তবে কাজ করতে হবে অন্য জায়গায়৷

আপনার পেস বোলিং দেখাচ্ছে দাপট৷ কারণ এখানে রয়েছে ভিন্নতা৷ আপনি তাসকিনের থেকে গতি পাচ্ছেন, হাসান দিচ্ছে ইয়র্কার, মুস্তাফিজের কাটার আর শরিফুলের বাউন্সের সাথে ব্যাটারকে রাগানোর ক্ষমতা৷ চারজনের সার্ভিসের মিশ্রণ এক কথায় হয় ভয় জাগানিয়া৷

এখন আপনি স্পিন বিভাগের দিকে ফোকাস করুন৷ সাকিবকে রাখুন হিসেবের বাইরে৷ দিনশেষে মিরাজ, মাহেদি কিংবা নাসুম সবাই এক গোয়ালের গরু৷ অর্থাৎ তিন জনের বোলিংয়ে আহামরি পার্থক্য আপনি পাবেন না৷ বড় পার্থক্য ডানহাতি আর বাঁহাতি বলেই৷

আধুনিক যুগ৷ ডাটা আর ভিডিও নিয়ে ড্রেসিংরুমে বসে থাকে বোর্ডের নিয়োগকৃত লোক৷ একই মানের বোলার দিয়ে ম্যাচের পর ম্যাচ শাসন করা সম্ভব নয়৷ এজন্য চাই একজন লেগ স্পিনার৷

বাংলাদেশে বিশ্বমানের নয়, যুগান্তকারী লেগ স্পিনার আপনি খুঁজে পাবেন পাইপলাইন অথবা প্রসেসে৷ তবু যারা রয়েছে বিশেষ করে বিপ্লব, রিশাদ তাদেরকেই প্রস্তুত করতে হবে৷ রান খরচ কিংবা উইকেট সেসব পরের বিষয়৷ মূল বিষয় লেগ স্পিনার আপনার স্পিন বিভাগকে সমৃদ্ধ করবে৷

আপনার তিন বিভাগ যত বেশি সমৃদ্ধ, আপনাকে নিয়ে প্রতিপক্ষের পরিকল্পনা ততই বেশি৷ কখনো কখনো অধিক পরিকল্পনাও ব্যর্থতার কারণ হয়৷ প্রতিপক্ষের সাথে আপনাকে এই মাইন্ড গেম খেলা চাই৷

এখন আসেন উদাহরণ গল্পে৷ বলতেই পারেন 'এক প্রকার লেগ স্পিনার ছাড়াই তো বাংলাদেশ সুপার লিগে ছিল দুর্দান্ত ৷' এমন উদাহরণের জবাবে আপনাকে রহস্য উদ্‌ঘাটন করতে হবে৷ তা হলো 'ভারত দিনের পর দিন সিরিজে ডমিনেট করেও কেন দশ বছর যাবত ট্রফি জিতে না'৷

রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলি৷ ভারতের তিন তারকাও একই গোয়ালের গরু৷ তাদের খেলার ধরনে খুব একটা ব্যতিক্রম নেই৷ যা প্রতিপক্ষের কাজটি সহজ করে দেয়৷

বিশ্বকাপ! এখানে প্রতিটি দেশের সেরা এগারো খেলবে৷ পরিকল্পনা হবে উন্নত৷ প্রতিপক্ষ যদি আপনাকে এক পরিকল্পনায় আটকে দিতে পারে, তাহলে আপনি লিখে নিতে পারেন ট্রফি জেতাটা আপনার হচ্ছে না৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

তাকে সময় দিন, যেন সে হারিয়ে না যায়

‘২০১৬ সালে রিজওয়ানের সাথে ক্রিকেট নিয়ে কাজ করেছিলাম। সেসময়ে যেহেতু তার বয়স কম ছিল, দু...