ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দ্রুত ‘তিন’ উইকেট খুইয়ে চাপে বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪ ১২:০৫

ফিফটি তুলে ফিরেছেন জাকির। গেটি ইমেজ ফিফটি তুলে ফিরেছেন জাকির। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে, দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে বাংলাদেশ হারায় ওপেনার মাহমুদুল জয়ের উইকেট। তৃতীয় দিনে নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে আরেক ওপেনার জাকির হাসান দারুণ শুরু পেয়েছিলেন। জাকির তুলেও নেন ফিফটি। এরপর লাঞ্চের আগে ৩ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১১৫ রান তুলে মধ্যাহ্ন ভোজে যায় স্বাগতিকরা।

১ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা ওপেনার জাকির হাসান ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম দিনের শুরুটা করেন সাবধানি। জাকির এদিন শুরু থেকেই লঙ্কান বোলারদের সামলেছেন দারুণ, অন্যপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল। তাতেই দিনের প্রথম ঘণ্টা বাংলাদেশ কাটিয়ে দেয় নির্বিঘ্নে। 

ফিফটি তুলে নেন জাকির হাসান। এরপরেই এই ওপেনার হারান খেই। ৮ চারে ফার্নান্দোর শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ৫৪ রান করে। জাকিরের বিদায়ে খেই হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নাজমুল শান্তও ফিরে যান সিঙ্গেল ডিজিটের ঘরে থেকে। লাঞ্চের ঠিক আগে নাইটওয়াচম্যান তাইজুল ইসলামও বিলিয়ে আসেন উইকেট।

ফেরার আগে তাইজুল করেন ২২ রান। এরপর মুমিনুল হক ও সাকিব আল হাসানের ব্যাটে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার আগে ৪ উইকেটে ১১৫ রান তুলে স্বাগতিকরা। শ্রীলঙ্কার চাইতে এখনও ৪১৬ রানে পিছিয়ে বাংলাদেশ। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।