ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন রাজিথা, ডাক পেলেন আসিথা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪ ১৪:৪২

ছিটকে গেলেন কাসুন রাজিথা। গেটি ইমেজ ছিটকে গেলেন কাসুন রাজিথা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দাপট দেখিয়ে জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ব্যাট হাতে ধনাঞ্জয়া ডি সিলভা-কামিন্দু মেন্ডিসরা যেমন ছিলেন অপ্রতিরোধ্য, তেমনি বল হাতে কাসুন রাজিথা-বিশ্ব ফার্নান্দোরা দেখিয়েছেন মুনশিয়ানা। তবে, সিরিজ নির্ধারনী দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা। চোটের কারণে ছিটকে গেছেন প্রথম টেস্টে দারুণ বোলিং করা কাসুন রাজিথা

সিলেট টেস্টে প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে দারুণ প্রভাব ফেলেছিলেন শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে পিঠের চোটে ছিটকেই গেলেন তিনি। ফলে, চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াডে ফিরেছেন আসিথা ফার্নান্দো। যিনি কিনা আবার চোটের কারণে খেলতে পারেননি তিনি। 

সিলেট টেস্ট চলাকালীনই পিঠে চোট পেয়েছিলেন রাজিথা। সেই চোট নিয়েই চালিয়ে যান প্রথম টেস্ট। যদিও চোট এই পেসারকে দমিয়ে রাখতে পারেনি। দুই ইনিংসেই করেছিলেন দুর্দান্ত বোলিং। তবে, এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই চট্টগ্রাম টেস্টে তাকে দেওয়া হয়েছে বিশ্রাম।

এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘কাসুন রাজিথা দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। সে তার পিঠের বাম পাশের উপরের অংশে চোট পেয়েছে। পুনর্বাসনের জন্য সে দ্রুতই দেশে ফিরবে।'

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।