ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অবসর ভেঙে টেস্টে ফিরলেন হাসারাঙ্গা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪ ১৪:৪১

ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফাইল ছবি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সাদা বলের ক্রিকেটকে প্রাধান্য দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান লঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। মাত্র ৪ টেস্টেই ক্যারিয়ারের ইতি টানা হাসারাঙ্গা নিজের শেষ টেস্টটি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২০২১ সালে। এবার বাংলাদেশের বিপক্ষেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লঙ্কান তারকা।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঘোষিত সেই দলে জায়গা পেয়েছেন হাসারাঙ্গা। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে পূর্ণ শক্তির দলই পাচ্ছে শ্রীলঙ্কা। দলে রাখা হয়েছে দিমুথ করুনারত্নে, দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। 

এদিকে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু উদানা। এছাড়া ইনজুরিতে ছিটকে গেছেন পেসার আসিথা ফার্নান্দো। অভিষেকের অপেক্ষায় থাকা নিশান পেইরিস ডাক পেয়েছেন প্রথমবারের মতো। 

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২২ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।