ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

চোট সারছে না, লম্বা সময় পুনর্বাসনে তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১০:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের শুরুতে কাঁধের চোট নিয়ে খেলেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার। বারবার একই সমস্যায় পড়ছেন তিনি। যার ফলে লম্বা সময়ের জন্য যেতে হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়ায়। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা হচ্ছে। 

 

আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে কথা হয়েছে। সে বোলিং করতে পারছে। ওর ক্যারিয়ার বিবেচনা করে এই সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে, তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোনো বিকল্প নেই।’ তিনি যোগ করেন, ‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ নিতে হচ্ছে।

সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক। চার সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।