ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯

তানজিম হাসান সাকিব। গেটি ইমেজ তানজিম হাসান সাকিব। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জাতীয় দলের জার্সিতে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। এশিয়া কাপের মতো বড় মঞ্চে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই আলো কাড়েন এই পেসার। এরপরই ভিন্ন শিরোনাম আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পুরনো কিছু স্ট্যাটাসের জন্য আলোচনায় এই পেসার। এবার সেসবের স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় দলের এই পেসার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় আজ সাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের (হাসান সাকিব) সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি (দুঃখিত)।’

জাতীয় দলের জার্সিতে সাকিবের পথচলার শুরুটা গত সপ্তাগে। অথচ ফেসবুক পেজের বেশ কিছু পুরোনো স্ট্যাটাস নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। বিশেষ করে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই সমালোচনার কাঠগড়ায় উঠেছে বেশ। এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘সে (তানজিম) মনে করে, একটা কথা এসেছে নারীর ব্যাপারে, সে বলেছে এটার দায়দায়িত্ব সে নিচ্ছে। এটা পুরোটাই সে ডিনাই (অস্বীকার) করেছে। সে বলেছে, তার মা একজন নারী। সুতরাং সে কোনো দিনই নারীবিদ্বেষী হতে পারে না। এটাই হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে বলেছি, ভবিষ্যতে সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে, সেটা ক্রিকেট বোর্ড থেকে পর্যবেক্ষণ করা হবে।’

নিজের এহেন কর্মকাণ্ডকে ভুল হিসেবেই দেখছেন সাকিব। তাই নিজের এই কাজের জন্য বিসিবির কাছে ক্ষমাও চেয়েছেন। যদিও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয় মনে করেনি সাকিব। জালাল ইউনুস আরও বলেছেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। প্রকাশ্যের (ক্ষমা) কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।