ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ইবাদতকে পাওয়া নিয়ে শঙ্কা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ ১৫:২২

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক: গত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে দূর্দান্ত বল করেছিলেন ইবাদত হোসেন৷ যদিও তা ছিল প্রথম দুই ওভার৷ পরের দুই ওভারে বাংলাদেশকে ডুবিয়েছিল এই পেসার৷ তবে সময়ের ব্যবধানে তিনি হয়ে উঠেছিলেন পেস বিভাগের অন্যতম সদস্য৷ ইনজুরির কারণে নিজেকে প্রমাণ করতে পারছেন না এশিয়া কাপ মঞ্চে৷

 

ইবাদতের ইনজুরি গুরুতর৷ এশিয়া কাপের পর বিশ্বকাপেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা৷ বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সেই শঙ্কা নিয়ে উড়াল দিয়েছেন শ্রীলংকায়৷

গতকাল দলের সাথে দেশ ছাড়ার আগে ডোনাল্ড বলেন, ‘আমরা তাকে খুব বেশি মিস করব। সকালে তার সঙ্গে আমার কোন কথা হয়নি। কাল সকালে সে লন্ডন যাবে এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবে। তার জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভ কামনা। আমরা তাকে অনেক বেশি মিস করব। কিন্তু আমরা আশা করছি তাকে পাওয়ার। জানি একেবারে সহজ নয় তবে আমরা আশা করছি কারণ এখনও তার একটা সম্ভাবনা আছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।