ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অধিনায়ক হিসেবে ‘অবভিয়াস চয়েস’ সাকিব– তবে...

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩ ০৪:৫১

নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব। ফাইল ছবি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তাই এই ফরম্যাটে এখন একজন ব্যাটার হিসেবেই দেখা যাবে তাকে, যদিও চোটের কারণে আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না তাকে। তামিম পরবর্তী বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব উঠবে কার হাতে? দেশের ক্রিকেটে এই নিয়েই চলছে এখন আলোচনা।

আলোচনায় অবশ্য দুটো নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তারা হলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, অন্য নামটি লিটন দাসের। এই দু'জনের মধ্যে কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক, নাকি নেতৃত্বে দেখা যাবে অন্য কাউকে। 

ধানমন্ডির আবাহনী মাঠে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। সেখানে স্বাভাবিকভাবেই বিসিবি বসের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন, এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেছেন, ‘না, এখনো আলাপ হয়নি। একটু সময় নিয়ে চিন্তা করতে হবে।’ 

অধিনায়ক হিসেবে যেই আসুক তাকে সামলাতে হবে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরের দায়িত্ব। তাই অধিনায়ক নির্বাচনে খানিকটা সময় নিচ্ছে বোর্ড। তিনি আরও বলেছেন, ‘আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক, তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের চিন্তা করতে হবে।’  

এদিকে অধিনায়ক হিসেবে দীর্ঘমেয়াদি দায়িত্ব পালনে কেউ আগ্রহী হবে কিনা –এনিয়ে বেশ দোটানায় রয়েছে বিসিবি। দেখছেন একাধিক সমস্যাও। নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দুটি সমস্যা, একটা লং টার্ম চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম নয়। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লং টার্ম হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’   

অবশ্য সবদিক বিবেচনায় সবার পছন্দের তালিকায় সবার উপরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। বিসিবি প্রেসিডেন্টও তা স্বীকার করেছেন অকপটে। তিনি বলেছেন, ‘সাকিবের নাম আসা তো অবভিয়াসই। এটা তো অবভিয়াস চয়েস।’ 

‘আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’ যোগ করে বলেছেন পাপন।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।