ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার ‘এনওসি’ পেলেন লিটন-সাকিব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৩ ২১:০৩

সাকিব আল হাসান ও লিটন দাস। ফাইল ছবি সাকিব আল হাসান ও লিটন দাস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েও অনাপত্তিপত্র (এনওসি) জটিলতায় শেষ পর্যন্ত খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এনওসি নিয়ে জটিলতায় পড়তে হয়েছিল কলকাতার হয়েই খেলা আরেক টাইগার তারকা লিটন দাসকে। সাকিব অবশ্য নিজের নাম সরিয়ে নিলেও আইপিএলে যাওয়া হয়েছে লিটন দাসের। এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য কোন জটিলতা ছাড়াই বিসিবির এনওসি পেয়ে গেলেন দু'জন। 

লিটন-সাকিবের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস করেছেন নিশ্চিত। তিনি বলেছেন, 'সাকিব ও লিটনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাকিবকে দুটি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটনতো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দুজন কানাডার বিমান ধরবেন।'

উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। একটু টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে টাইগার তারকা লিটন দাসকে। ৬ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জুলাই থেকে। ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এছাড়া লঙ্কান প্রিমিয়ার লিগে সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। আগামী ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ আগস্ট। গ্লোবাল টি-টোয়েন্টির পাশাপাশি লঙ্কান লিগে খেলারও অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।