ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসহায়-দুঃস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করবে বিসিবি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ ০৪:২০

বিসিবি। ফাইল ছবি বিসিবি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বিদায় নেওয়ার পথে পবিত্র মাহে রমজান। চারদিকেই শুরু হয়েছে ঈদের আমেজ। যদিও গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে নগরজীবন থেকে শুরু করে গ্রামীণ জনপদে। তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষ। এবার তাদের জন্যই ভিন্ন এক উদ্যোগ নিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। 

অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার, পরিধেয় বস্ত্র ও পণ্য সামগ্রী বিতরণ করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আগামীকাল (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিস সংলগ্ন চত্বরে দুঃস্থদের মাঝে খাবার ও পণ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করবেন। এবারই অবশ্য প্রথম না। প্রতি রমজানেই সুবিধাবঞ্চিত মানুষদের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে থাকে বিসিবি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।