ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের ইনিংস ‘ইমপ্যাক্টফুল’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩ ১৮:১৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ৩৩ বলে অর্ধশতক, ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এমনই এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রান পূরণের দিনে দেশের ক্রিকেট দ্রুততম শতকের রেকর্ড গড়েছেন এই অভিজ্ঞ ক্যাম্পাইনার। 

 

মুশফিকের ইনিংস নিয়ে প্রশংসা করেছেন স্বদেশী লিটন দাস। প্রশংসা করতে ভুলেননি সফরকারীদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ক্যাম্ফার। 

 

অভিজ্ঞ মুশফিকের বিষ্ফোরক ইনিংস নিয়ে ক্যাম্ফার বলেন, 'আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।'

 

সিরিজের শেষ ম্যাচে তাই মুশফিককে দ্রুতই ফেরাতে চান ক্যাম্ফার। তিনি বলেন, 'সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচে সে এটি করল। সে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।