ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ০০:৩৪

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

দারুণ এক লড়াইয়ের পর, ১৬ রানে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেই ছাড়লো সাকিবের বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। জবাবে তাসকিন-মুস্তাফিজদের তোপে ৬ উইকেটে হারিয়ে ১৪২ রানে থামে সফরকারিদের ইনিংস।

বাংলাদেশের দেয়া ১৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। অভিষিক্ত তানভীর ইসলামের শিকার হয়ে ফিরেন ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে মালান-বাটলারের জুটিটা জমে উঠে বেশ। এই দু'জনের ব্যাটে জয়টা তখন সহজই মনে হচ্ছিল ইংলিশদের।

দু'জন মিলে গড়েন ৯৫ রানের জুটি। এরপরেই ইংলিশ শিবিরে জোড়া ধাক্কা। হাফ তুলে নেওয়া মালানকে ফেরান মুস্তাফিজুর রহমান। একই ওভারে মেহেদী মিরাজের দুর্দান্ত এক থ্রোতে রান আউটে কাটা পড়েন জস বাটলার। তাতেই ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর জয়ের জন্য শেষ ৪ ওভারে ইংলিশদের প্রয়োজন ছিল ৪০ রান।

ইনিংসের ১৭তম ওভারে দুই সেট ব্যাটার মঈন আলী ও বেন ডাকেটকে তুলে ম্যাচটাই বাংলাদেশের দিকে নিয়ে আসেন পেসার তাসকিন আহমেদ। শেষ ওভারে জিততে ইংল্যান্ডের ২৭ রান প্রয়োজন হলেও, ১০ রানের বেশি খরচ করেননি হাসান মাহমুদ। ফলে, ১৬ রানের জয়ে ইংলিশদের ধবলধোলাইয়ের স্বাদ দেয় বাংলাদেশ। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে। নাজমুল শান্ত অপরাজিত থাকেন ৪৭ রানে। এছাড়া ওপেনার রনি তালুকদার করেন ২৪ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।