ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইগার বোলারদের তোপে কাঁপল ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ২২:৩৮

সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। গেটি ইমেজ সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার সুযোগ। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসভাগ্যটা বাংলাদেশের পক্ষেই ছিল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই ডেভিড মালানকে ফেরান তাসকিন আহমেদ। অবশ্য এরপরেও পাওয়ার প্লে'র প্রথম ছ'ওভারেই ইংলিশরা তোলে ৫০ রান। 

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই শুরুর ধাক্কাটা দেন সাকিব। সেই এক ধাক্কাতেই ভেঙে যায় ইংলিশরা। অধিনায়কের দেখানো পথে হেঁটে হাসান-মিরাজরা ছেপে ধরেন ইংলিশদের। তাতেই মাত্র ১১৭ রানে গুটিয়ে গেল সফরকারীরা। সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন মঈন আলী ও ফিল সল্ট। তাতেই পাওয়ার প্লে'র প্রথম ৬ ওভার দারুণ কাজে লাগায় ইংল্যান্ড। এরপর বোলিংয়ে এসে ফিল সল্টকে ফেরান অধিনায়ক সাকিব। 

২৫ রানে ফিরেন এই ওপেনার। এরপর দুর্দান্ত এক ইয়র্কারে জস বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ। পরের ওভারেই মঈন আলীকে ফেরান মিরাজ। কার্যত তাতেই বড় সংগ্রহের স্বপ্ন ফিঁকে হয়ে যায় ইংল্যান্ডের। এরপর স্যাম কারান ও বেন ডাকেটের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে টাইগার বোলাররা আরও ছেপে ধরেন।

দলীয় ৯১ রানের মাথায় স্যাম কারানকে ফেরান মিরাজ। এক বলের ব্যবধানে এই স্পিনার ফেরান ক্রিস ওকসকেও। পরের ওভারে এসেই মিরাজ ফেরান ক্রিস জর্দানকে। শেষ পর্যন্ত মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১২ রানে একাই ৪ উইকেট নেন মেহেদী মিরাজ। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।