ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের সঙ্গে দ্বন্ধে মুখ খুললেন তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৪৫

তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ফাইল ছবি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবালের দীর্ঘদিনের সম্পর্কে ধরেছে ‘ফাটল’। প্রয়োজন ছাড়া দুই বন্ধু একে অপরের সঙ্গে ঠিকমতো কথাও বলেন না। মিডিয়া পাড়ার এমন গুঞ্জন ছিল বহু আগে থেকেই। 

বিসিবির একাধিকবার চেষ্টাতেও কিছুতেই কিছু সম্ভব হয়নি। সেই ওপেন সিক্রেট সত্যটাই সামনে এনেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে একাধিক বিস্ফোরক মন্তব্যই করে বসেন বিসিবি বস।

বোর্ড প্রধানের এমন বক্তব্যকে এবার স্রেফ উড়িয়ে দিয়েছেন খোদ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানেই স্বাভাবিকভাবেই তামিম ইকবালকে কথা বলতে হয়েছে সাকিব ইস্যুতে। 

এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন আমি নামি আমি আমার সেরাটা দেই, সে (সাকিব) তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

শুধু তামিম-সাকিবের দ্বন্দ্বই নয়। ক্রিকবাজের সেই সাক্ষাৎকারে বিসিবি প্রধান এটাও বলেছেন, ড্রেসিংরুমের পরিবেশটা হয়ে অস্বস্তিকর। এই প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তামিমের কাছে জানতে চাইলে সব গুঞ্জন অস্বীকার করেন দেশসেরা এই ওপেনার।

তামিম ইকবাল আরও বলেছেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেক দিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

দলের গ্রুপিং নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি। ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।