ঢাকা | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছরের জন্য টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাচ্ছেন শ্রীরাম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ২২:৫১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ‘তার (শ্রীরাম) অধীনে আমরা সম্ভবত ১১টি ম্যাচ খেলেছি (আসলে ১৩)। এই অল্প সময়ে আমি মনে করি এই তরুণ দলের জন্য সে খুব ভালো করেছে। আমি আশা করি সে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করে যাবে।- শ্রীধরণ শ্রীরামকে নিয়ে কথাগুলো বলেছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। 

শ্রীরামকে লম্বা সময় পাওয়ার আশা করে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই পথে হাটছে বিসিবি। জানা গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সাথে চুক্তি করেছে বিসিবি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনকিছু জানানো হয়নি। 

বিপিএলের নবম আসর শুরুর দিনে মিরপুরে উপস্থিত ছিলেন শ্রীরাম। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসানের আলোচনা হয়েছে। 


তবে চুক্তি বাড়ানো নিয়ে যে আলোচনা হয়েছে তা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘তিনি ঢাকায় এসেছেন বোর্ডের সঙ্গে আলোচনা করতে। কদিন পর তিনি আবার আসবেন।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।