ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে তামিমের কাঁধেই থাকছে বাংলাদেশের ভার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ ০২:৪৯

তামিম ইকবাল। ফাইল ছবি তামিম ইকবাল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্ব ছাড়ার পর, ২০২০ সালের মার্চে ওপেনার তামিম ইকবালের কাঁধেই উঠে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব। যদিও তখন কতদিনের জন্য দলের দায়িত্বে থাকবেন তামিম, সেটা হয়নি চূড়ান্ত। এমনকি এই নিয়ে তামিমের সঙ্গে বিসিবির হয়নি কোন আলোচনাও।

আচমকাই দলের দায়িত্ব পাওয়া তামিম অবশ্য, এরমধ্যেই ওয়ানডে দলকে এনেছেন বেশ গুছিয়ে। তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে, প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। এছাড়া আইসিসির ওয়ানডে সুপার লিগে তামিমের নেতৃত্বেই সরাসরি বিশ্বকালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। 

এখন পর্যন্ত ২৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তামিম পেয়েছেন ১৫ জয়। দারুণ এই সাফল্যের জন্য এবার পাকাপোক্ত ভাবেই ওয়ানডে দলের নেতৃত্ব পাচ্ছেন এই ড্যাশিং ওপেনার। ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তামিমকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

ক্রিকইনফোয় দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, তামিমের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

জালাল ইউনুস বলেন, ‘আমরা সাকিব এবং তামিমকে নিয়ে এগোতে চাই। আমরা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেইনি। তবে আমরা তামিমকে আমাদের পরিকল্পনা নিয়ে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবে।’

চোটের কারণে ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে দর্শক হয়েই কাটাতে হয়েছে তামিমকে। যদিও তার অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে, সিরিজ জিতিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। ভবিষ্যৎ পরিকল্পনায় লিটন থাকলেও, সাকিবের বিকল্প হিসেবে সাদা পোশাকেই তাকে রাখতে চাইছে বোর্ড৷ 

অধিনায়ক প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লিটন অবশ্য ওয়ানডেতে ভালো করছে। তবে সে চাইলে সাকিবের অনুপস্থিতিতে টেস্টের দায়িত্ব নিতে পারে। সে এই ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে আছে। সে নিজেকে প্রমাণ করেছে। আমাদের চোখে মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক। এছাড়াও আমরা নুরুল হাসানকেও অধিনায়ক হিসেবে চেষ্টা করেছি। আমাদের কাছে নতুন কিছু ছেলে আছে যারা অধিনায়ক হতে পারে।’

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।