ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ইশানের রানটাই তুলতে পারল না বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ০৬:২০

বাংলাদেশকে পাত্তাই দিল না ভারত। গেটি ইমেজ বাংলাদেশকে পাত্তাই দিল না ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। অন্যদিকে এই লজ্জা থেকে বাঁচতে জয় ছাড়া ভিন্ন কোন পথ ছিল না ভারতের সামনে। এমন ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে সুযোগ পেয়েই, তেড়েফুঁড়ে ব্যাট করে রীতিমতো বাংলাদেশকে নাচিয়ে ছাড়লেন ইশান কৃষান। 

ক্যারিয়ার সেরা ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের সংগ্রহটা চারশ পার করাতে করেছিলেন মূখ্য ভূমিকা। লক্ষ্য তাড়ায় ভারতের ইশানের সেই রান পাহাড়েই চাপা পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ইশানের রানটাই তুলতে পারল না টাইগাররা। ১৮৪ রানে গুটিয়ে দিয়ে ২২৭ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় ভারত।

ভারতের হিমালয় সমান টার্গেট তাড়া করতে নেমে, সেই চাপেই ভেঙে পড়ে বাংলাদেশ। তাতেই নিয়মিত বিরিতিতে একের পর এক উইকেট হারায় স্বাগতিকরা। দলের পক্ষে এদিন কেউই খেলতে পারেননি বড় ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। 

অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ২৯ রান। এছাড়া রাব্বি ২৫ ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২০ রান। শেষ পর্যন্ত ৩৪ ওভারেই মাত্র ১৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২২৭ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় লোকেশ রাহুলের দল।

ভারতের পক্ষে শার্দুল ঠাকুর নেন ৩টি উইকেট। অক্ষর প্যাটেল ও উমরান মালিকের শিকার দুই উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।