ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গ্রেট ধোনি থেকে বিধ্বংসী রোহিত, কেউই বদলাতে পারলো না ভারতের ভাগ্য

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ২১:৫১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বছর সাতেক আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারতীয় দল। ২০২২ সালের এবারের সিরিজেও ফলাফল একই। সেবার মহেন্দ্র সিং ধোনির অধীনে হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়েছিল সফরকারীরা। এবারও হয়নি ব্যতিক্রম। অবশ্য তৃতীয় ম্যাচে থাকছেন না নেতা রোহিত শর্মা। ইনজুরিতে মুম্বাইয়ের বিমান ধরবেন তিনি। দুই সফরে কেউই বদলাতে পারলো না ভারতের ভাগ্য। 

 

বাংলাদেশের সিরিজ জয় মিশন সফল। এবার পালা প্রথমবার ভারতকে হোয়াইট ওয়াশ করা। আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইদল। 

 

২০১৫ সালের সেই সিরিজের সব আলো নিজের করে নিয়েছিলেন অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। এবার নায়ক ২৫ বছর বয়সী মেহেদি হাসান মিরাজ। দুই ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। সিরিজ সেরা খেলোয়াড় হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।  

সিরিজ শুরুর আগেই ভারতীয় অধিনায়ক বলেছিলেন বাংলাদেশ একমাত্র দল যেখানে ভারত সমর্থন পায়না। বাস্তব চিত্র শতভাগ সত্যিই। এদিকে ভারতকে সিরিজ হারিয়ে স্বপ্ন সত্যি হয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।