ঢাকা | শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ভারত সিরিজে দায়িত্বে ফিরছেন ডমিঙ্গো

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০৮:৩৯

রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত রাসেল ডমিঙ্গো৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: গেল এশিয়া কাপ থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দলের সাথে নেই রাসেল ডমিঙ্গো৷ দলে পরামর্শক হিসেবে নিয়োগ করা হয়েছিল শ্রীধরন শ্রীরামকে৷ প্রাথমিকভাবে দুই পক্ষের চুক্তি আপাতত শেষ৷

 

এদিকে আসন্ন ভারত সিরিজ দিয়ে আবারও নিজ দায়িত্বে ফিরছেন রাসেল ডমিঙ্গো, এমনটিই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন৷

 

শ্রীরাম ও ডমিঙ্গো প্রসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'বিশ্বকাপ পর্যন্ত ছিল (চুক্তি), বিশ্বকাপ শেষ। এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়নি। সবাই এতো ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে কথা হয়নি। জানি না, তারপর ওরও (শ্রীধরন শ্রীরাম) ব্যাপার আছে, ও ফ্রি থাকবে কতটুকু, কতটা সময় দিতে পারবে আমাদের। আমরাও ওকে কতটুকু চাই বা কিভাবে চাই যেহেতু রাসেল (ডমিঙ্গো) আছে। ভারত সিরিজে রাসেলই কাজ করবে। এটা আলাপ-আলোচনার ব্যাপার। এখনই কিছু বলা যাবে না।'

 

উল্লেখ্য: বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে ভারতীয় দল৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।