ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের ক্যাম্প হবে বিদেশে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৭

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ তিনদিনের স্কিল ক্যাম্পে ক্রিকেটারদের পরখ করার চিন্তা করেছিলেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। মিরপুর স্টেডিয়ামে শ্রীরামের ক্যাম্পটা বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। গতকাল বৃষ্টির বাধা ডিঙিয়ে কয়েকবার মাঠে নামলেও মঙ্গলবার অনুশীলনই করা যায়নি।

তাই বিশ্বকাপের আগে বিদেশে এক সপ্তাহের ক্যাম্প আয়োজনের চিন্তা করছে বিসিবি। স্থান ঠিক না হলেও দেশের বাইরে ক্যাম্প করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ওমান বা দুবাইয়ে হতে পারে এই ক্যাম্প। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বৃষ্টিতে মিরপুরে ক্যাম্প করতে না পারা ও বিদেশে ক্যাম্পের বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের এখানে (মিরপুর) ক্যাম্প করার কথা ছিল, তিনদিনের। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলছে পারছে না। যে প্ল্যানগুলো ছিল একটাও করতে পারছে না এবং দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (খারাপ আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। সো, এটা নিয়ে আজকে আমরা বসেছিলাম। আমরা এখন একটা বিকল্প ব্যবস্থা ঠিক করছি। তবে, এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। আমরা অন্য কোথায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কি-না। তিন-চার দিনের জন্য অন্য কোথায় (বিদেশে) গিয়ে তারা খেলতে চায়, যেহেতু সামনে বিশ্বকাপ।’

পাপন আরও বলেন, ‘ট্রাইনেশনেও যে করতে পারবে (প্রস্তুতি ক্যাম্প) তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ, বাংলাদেশ দল ২ অক্টোবর নিউজিল্যান্ড পৌঁছাবে, ৩ তারিখ রেস্ট নিলে ৪ এবং ৫ প্র্যাকটিসের সুযোগ পাবে। এছাড়া ৬ তারিখ একটা গ্যাপ আছে।’

বিদেশে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিবি সভাপতি বলেন, ‘আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসগুলো করতে পারি। এটাই হলো মেইন কাজ।’

আরব আমিরাতে অবশ্য শারজা ভেন্যুকে আগে বাদের খাতায় ফেলে দিয়েছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপ ক্যাম্পের সম্ভাব্য ভেন্যু সম্পর্কে তিনি বলেছেন, ‘এখনো ঠিক হয়নি। তবে সেটি সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। তবে শারজা (শারজা ক্রিকেট স্টেডিয়াম) সম্ভব না।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।