ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

নারী দলের প্রথম টার্গেট বিশ্বকাপের টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৪

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ৷ ফাইল ছবি সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ৷ ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে বৃহস্পতিবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৮ সেপ্টেম্বর শুরু হবে বাছাই পর্বে। এখানে দুই গ্রুপে আটটি দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। সেরা চার দল খেলবে সেমিফাইনালে। পরে ফাইনাল।


ফাইনালে উঠলেই মিলবে আগামী বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। যেখানে খেলবে ১০টি দল। যার মধ্যে আটটি দল চূড়ান্ত হয়ে গেছে। দুটি দল আসবে আবুধাবির বাছাই পর্ব থেকে।


বাছাই পর্ব খেলতে নামার আগে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবিতে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগ্রেসরা। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, বিশ্বকাপে কোয়ালিফাই করাই প্রথম টার্গেট। তিনি বলেন, ‘এটা আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্যে থাকবে কোয়ালিফাই করা।’


গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ আয়ারল্যান্ডের ম্যাচ। যদিও জ্যোতি এই ম্যাচে বাংলাদেশকেই দিচ্ছেন ফেভারিটের তকমা। তিনি বলেছেন, ‘আয়ারল্যান্ড ভালো দল, কিন্তু যদি পরিসংখ্যান দেখেন আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট।’


বিশ্বকাপে উন্নীত হতে হলে, ফাইনালে খেলতে দলীয় প্রচেষ্টাকেই মূল অবলম্বন মনে করেন জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এই দলটা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে-অপরকে জানি। আমি মনে করি আমাদের দলের যে সামর্থ্য আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেভারিট হয়ে থাকবো।’

 

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।