ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ: সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৫

বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট বাংলাদেশের পারফরম্যান্স সত্যিই নাজুক। ১৩৩ ম্যাচে জয় মাত্র ৪৫টি। এশিয়া কাপ জয়শূন্য ছিল টাইগাররা। এ ফরম্যাটে এর চেয়ে খারাপ অবস্থানে যাওয়ার সুযোগ নেই মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।


বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্বিমুখী কথাও বলেছেন টিম ডিরেক্টর। তার মতে, ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত থাকা ফরম্যাটে আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে জয়শূন্য থাকতে পারে বাংলাদেশ। জিতলেও ২-৩টা ম্যাচ, সেটাও ভাগ্যবান হলে। আবার তিনি মনে করেন, বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারে।


সুজন বুধবার বলেছেন, ‘এই ফরম্যাটে দল হিসেবে আমরা ভালো করছি না। সত্যি কথা বলতে গেলে আসলে আমরা অনেক নিচে এখনও। এর থেকে নিচে যাওয়ার জায়গা নাই।’


প্রত্যাশার চাপ কমাতেই হয়তো বড় কিছুর আশা শোনালেন না সুজন। মিরপুরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘হয়তো নিউজিল্যান্ড ট্যুর ও বিশ্বকাপে এক-দুইটা ম্যাচেও জিততে পারবো না। আমি মনে করি আমরা যদি ম্যাচ জিতি তাহলে খুব ভাগ্যবান। জিতবো দুই তিনটা ম্যাচ।’


আবার দলটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেও বিশ্বাস মনে ধারণ করেন টিম ডিরেক্টর, ‘আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়, আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি।’


জয়-পরাজয়ের চেয়ে টি-২০ তে দলের উন্নতি দেখতে মুখিয়ে সুজন, ‘আমাদের সবাইকে সেটা ধৈর্য ধরতে হবে। মেনে নিতে হবে অনেক কিছু। আমরা হারবো হয়তো এর মধ্যে, এর মধ্যে জিতবো। সব থেকে বড় জিনিস হবে উন্নয়ন করছি কী না এই ফরম্যাটে, উন্নতি হচ্ছে কি না, ভালো ক্রিকেট খেলতে পারছি কি না।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।