ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শ্রীরামের ক্যাম্পে চমকও থাকতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৬

শ্রীধরণ শ্রীরাম। ফাইল ছবি শ্রীধরণ শ্রীরাম। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য শ্রীধরণ শ্রীরামের স্কিল ক্যাম্প শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। মিরপুর স্টেডিয়ামে তিনদিন স্থায়ী হবে এই ক্যাম্প। ডাক পেতে পারেন প্রায় ৩০ জন ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বুধবার জানিয়েছেন, ক্যাম্পে ডাক পাবেন বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের ভাবনায় থাকা ক্রিকেটাররা। নির্বাচকদের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন শ্রীরাম। ক্যাম্পে চমকও থাকতে পারে। যদিও চমকটা খোলাসা করেননি। 

মিরপুর স্টেডিয়ামে সুজন সাংবাদিকদের বলেন, ‘কিছু নতুন ক্রিকেটারকে হয়তো ডাকা হবে, নতুন বলব না, যারা হয়তো প্রমাণিত। দুয়েকজনকে হয়তো নতুনও থাকতে পারে, চমক থাকতে পারে। আমরা ৩০-৩১ জন খেলোয়াড়কে আমরা ডাকব। পেস বোলাররা অনেকে থাকবে সাহায্য করার জন্য। সবাই সিলেকশনের জন্য থাকবে এটা ভাবাও ভুল হবে।’

শ্রীরামের ক্যাম্পের রুপরেখা জানাতে গিয়ে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘১২ তারিখ থেকে আমাদের ক্যাম্প করার কথা। ১২, ১৩, ১৪ (সেপ্টেম্বর) তিনদিনই। (ম্যাচ) সিনারিও ট্রেনিংই হবে। হয়তো ভেঙে ভেঙে ট্রেনিং হবে। বিভিন্ন নির্দিষ্ট ভূমিকায় ট্রেনিং হবে। যার যেটা ভূমিকা, ওপেনিং ব্যাটাররা কী, টার্গেটটা কী রকম।’

ম্যাচ পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের পরখ করবেন শ্রীরাম। সুজন বলেন, ‘মিডল অর্ডার ব্যাটারদের যে রোলটা থাকবে, ইম্প্যাক্টটা করা। পেস বোলারদের বাউন্ডারি হাঁকানো। ইনিশিয়াল প্ল্যানগুলো কী হবে। আমরা যেহেতু চাচ্ছি এই ফরম্যাটে ছেলেদের আক্রমণাত্মক করে তুলতে। আমরা দেখলাম ১৮৩ রান করেও ডিফেন্ড করতে পারিনি, যেটা হার্টব্রেকিং খুব। বোলাররাও ডেথ ওভারে কী বোলিং করবে, তাদের জন্যও চ্যালেঞ্জ থাকবে। ব্যাটিং ও পেস বোলিং নিয়ে আমরা বেশি মনোযোগ দেবো।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।