ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্ব দিয়ে সাকিবকে চাপে রাখেন পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৬:৩৪

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ অব্যাহত ব্যর্থতায় ডুবছিল টেস্ট দল। অধিনায়ক মুমিনুল হকও রান পাচ্ছিলেন না। ছেড়ে দিলেন নেতৃত্ব। মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থাও একই রকম। টি-২০ তে দল হারছিল, তার ব্যাটে রান নেই। মুমিনুল সরে গেলেও মাহমুদউল্লাহকে সরিয়েছে বিসিবি। 

টেস্ট ও টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স নাজুক। এমন দুই ফরম্যাটেই গুরুভার নিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি ঘুরেফিরে এই অলরাউন্ডারের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে। 

এমন কঠিন, চ্যালেঞ্জিং দায়িত্ব নেয়ার কারণ সম্পর্কে সোমবার সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘এমন হতে পারে পাপন ভাই আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কত্ব) থাকলে একটা চাপে রাখার সুযোগ থাকে। আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গাগুলো (অধিনায়কত্ব) এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’

অধিনায়ক হয়েই টি-২০ দলে অনেক কিছু বদলে দেয়ার ইচ্ছা নেই সাকিবের। বরং ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস তৈরির চেষ্টা করতে চান তিনি, ‘আমি এসেই কিছু বদলে দেব, আমার মনে হয় না এটা একটা ঠিক চিন্তা। একটা সংস্থা যখন একজনকে দায়িত্ব দেয়, তার নির্দিষ্ট কিছু কাজ থাকে। সেই কাজগুলো করার চেষ্টা থাকবে। এটা না যে পরিবর্তন করতে হবে। এখানে যা আছে আমার মনে হয় না পরিবর্তন করতে হবে। এগুলোকেই কিভাবে ভালোভাবে ব্যবহার করে ভালো রিটার্ন অব ইনভেস্টমেন্ট পেতে পারি, সেটাই আমার চিন্তা।’

ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ দলেরও অধিনায়ক সাকিব। টি-২০, টেস্টে বরাবরই ব্যর্থ টাইগাররা। যদিও দলের প্রতি সবার প্রত্যাশা অনেক। 

এমন দলের অধিনায়কত্ব করা কতটা চ্যালেঞ্জিং জানতে চাইলে বাঁহাতি এ অলরাউন্ডার আজ বলেছেন, ‘এখন প্রতিটা দেশে, প্রতিটা জায়গাতে আসলে একেক ধরনের চ্যালেঞ্জ থাকে। আমাদের এখানে হয়ত এক ধরনের চ্যালেঞ্জ, একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটা হয়ত অন্য ধরনের। অন্য কোনো ক্রিকেট বোর্ডে কিংবা অন্য দেশে প্রতিনিধিত্ব করা, সেটাও এক ধরনের চ্যালেঞ্জ। কোনোটা কম, কোনোটা বেশি। কোনোটা হ্যান্ডেল করার মতো, কোনোটা হয়ত একটু কঠিন। চ্যালেঞ্জ সব দেশেই আছে, সেটা যত উন্নত ক্রিকেট বোর্ডই হোক কিংবা খারাপ।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।