ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এক বছর সময় চান সিডন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০৬:০৯

জেমি সিডন্স। ফাইল ছবি জেমি সিডন্স। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ দ্বিতীয় মেয়াদে বিসিবির চাকরিতে যোগ দিয়েছিলেন গত ডিসেম্বরে। জেমি সিডন্সের পদের নাম ছিল বিসিবির ব্যাটিং পরামর্শক। জাতীয় দলের বাইরেও কাজ করার কথা ছিল তার।

কিন্তু আসার পর থেকে জাতীয় দলের সঙ্গেই দিন কাটছে এই অস্ট্রেলিয়ানের। বাইরে সময়ই দিতে পারছেন না। তবে সামনে জাতীয় দল থেকে কিছুটা সরে এসে ডেভলপমেন্টে কাজ করতে আগ্রহী সিডন্স। ভবিষ্যতের ব্যাটসম্যান তৈরি করতে বিসিবির কাছে ১ বছর সময় চেয়েছেন তিনি।

শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘সিডন্সের সঙ্গে কথা আগে থেকেই ছিল যে শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না, ডেভেলপমেন্টে কাজ করবে। ওরও ইচ্ছে এরকমই ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে। ডেভেলপমেন্টে কাজই করতে পারছে না। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সময়ই পাচ্ছে না। সামনে সে মূলত ডেভেলপমেন্টে কাজ করবে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বিভিন্ন বয়সী ১০-১৫-২০টি ছেলে যদি আমরা তাকে দিয়ে দেই, এইচপিতে এরকম ছেলে আছে, ‘এ’ দল, বাংলাদেশ টাইগার্সে আছে। ওদের নিয়ে কাজ করে সে তৈরি করে দেবে। সে এক বছর সময় চাচ্ছে। এরপর সে (ব্যাটিং) পজিশন ধরে ধরে আমাদের ব্যাটসম্যান দিতে পারবে।’

এখন সিডন্সকে এশিয়া কাপে পাঠানো হবে কিনা, তা নিয়েই দ্বিধায় বিসিবি। তাকে পাঠালে ডেভলপমেন্টে কাজ শুরু হবে না। না পাঠালে এশিয়া কাপে ব্যাটিং কোচের শূন্যতা তৈরি হবে।

পাপন বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপে সে (সিডন্স) অবশ্যই জাতীয় দলের সঙ্গে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এশিয়া কাপে তাকে পাঠাব কিনা। না পাঠালে দলকে যেতে হবে ব্যাটিং কোচ ছাড়া, এটাও খারাপ। আবার সে গেলে এখানে ডেভেলভপমেন্টের কাজ হবে না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।