ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ওপেনিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত সাকিবের হাতে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২ ০৪:২৯

সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত সাকিব আল হাসান ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: এশিয়া কাপে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের জায়গা নিশ্চিত। তবে ওপেনার হিসেবে দলে থাকলেও তরুণ পারভেজ হোসেন ইমনের খেলাটা অনিশ্চিত। তাই তো বিকল্প ওপেনারের সন্ধানে আছে বাংলাদেশ দল।


মেকশিফট ওপেনারের ভূমিকায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানের নাম আলোচনায় আছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ওপেনার নির্বাচনের সিদ্ধান্ত অধিনায়ক সাকিব আল হাসানের উপরই ছেড়ে দেয়া হয়েছে। সাকিবই সিদ্ধান্ত নিবেন কে ওপেনিং করবেন বিজয়ের সঙ্গে।


বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে ওপেনিংয়ে মুশফিককে পাঠানোর বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘অনেক জায়গায় যেরকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদি ঘরোয়াতে ওপেন করতো, মেহেদি মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে।’


ওপেনার নির্বাচনে প্রতিপক্ষ, কন্ডিশনকে গুরুত্ব দিতে বলছেন পাপন। তিনি বলেন, ‘প্রথম হচ্ছে কোথায় খেলা হচ্ছে, কাদের বিপক্ষে খেলা হচ্ছে। প্রতিপক্ষরা কেমন প্রভাব ফেলতে পারে, কারা বল করতে পারে- এটা মাথায় রেখে ওই ধরনের কন্ডিশনে কে ভালো ফেস করতে পারবে, কে প্রথম ৬ ওভারে সুবিধা নিতে পারবে- এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে।’


তবে চূড়ান্ত সিদ্ধান্ত সাকিবের হাতেই তুলে দিয়েছেন বিসিবি সভাপতি। আজ তিনি বলেছেন, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন অধিনায়কও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করবো। তখন আমাদের কোনো কিছু কি বলার থাকবে? ও (সাকিব) যদি আত্মবিশ্বাসী থাকে যে আমি ওপেন করবো, তাহলে তো কিছু বলার নাই।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।