ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তবে কি ফুরিয়ে যাচ্ছেন রিয়াদ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ০৫:৫৪

মাহমুদউল্লাহ রিয়াদ৷ ফাইল ছবি মাহমুদউল্লাহ রিয়াদ৷ ফাইল ছবি

নট আউট ডেস্ক: নিদাহাস ট্রফির সেই ছয়ের কথা কি মনে আছে? অবশ্য তা ভুলে যাওয়ার নয়৷ সেই ছয়ের বদৌলতে পুরো বাংলাদেশ দল মেতেছিল নাগিন নাচে৷ প্রেমাদাসা স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক যখন নিস্তব্ধ-হতবাক, তখন গুটি কয়েকজন উড়িয়েছিল লাল-সবুজ পতাকা৷ এছাড়াও ১৫ বিশ্বকাপে বুক চেতিয়ে লড়াইয়ে টানা দুই শতক৷ তার এমন অনেক প্রাপ্তির গল্পই খুঁজে পাওয়া যাবে বাংলার ক্রিকেটে ইতিহাসের পাতায়৷ তবে বর্তমানে তিনি যেন বড্ড অচেনা৷

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে গতিহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল৷ ধীরগতির ব্যাটিংয়ের কারনে যে কয়েকজনকে নিয়ে সমালোচনা-ট্রল হচ্ছে তাদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ৷ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৪ বলে ৮০ রানের ইনিংস সাজানো রিয়াদ অর্ধশতক পূরণ করেছিলেন ৬৯ বলে৷ তৃতীয় ম্যাচে ৬৯ বলে আউট হয়েছেন ৩৯ রান করে৷ যেখানে ডট বলের সংখ্যা ৪১৷

জিম্বাবুয়ের বিপক্ষে বাইশ গজে রিয়াদের লড়াই যেন শুধুই টিকে থাকার৷ যেখানে সার্কেলের বাইরে খেলোয়াড়ের আধিক্য থাকার পরেও ব্যক্তিগত ১ রানকে দুই রানে পরিণত করতে বল মোকাবেলা করেছে ১২টি৷ এমন মন্থর ব্যাটিং স্বাভাবিক কারনেই জন্ম দিচ্ছে সমালোচনার, প্রশ্ন উঠছে অভিজ্ঞ রিয়াদের সামর্থ্য এবং দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখা নিয়ে৷

ডট বল ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ৷ তবে আধুনিক ক্রিকেটে অতিরিক্ত ভালো বল এবং দূর্দান্ত ফিল্ডিং ছাড়া ব্যাটারকে রান থেকে আটকানো যেখানে কঠিন রূপ নিয়েছে সেখানে রিয়াদ যেন শুধুই সমীহ করে যাচ্ছেন বোলারদের৷ নিজের নাম এবং অভিজ্ঞতায় প্রভাব বিস্তার করছে পারেনি জিম্বাবুয়ের বোলারদের উপর৷

টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট হাতে দলকে এগিয়ে নিতে পারছেন না রিয়াদ৷ শেষ কয়েক ম্যাচেই রানের চেয়ে বলের সংখ্যা বেশি৷ জিম্বাবুয়ের সফরের মধ্য দিয়ে নেতৃত্বও অধ্যায়েরও সমাপ্তি প্রায় নিশ্চিত৷ এশিয়া কাপে স্কোয়াডে থাকা নিয়েও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা!

মাহমুদউল্লাহ রিয়াদের বর্তমান বয়স ৩৬ বছর ১৮৭ দিন৷ অধিনায়ক তামিম ইকবাল আগামী বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে যে কয়েকজনের উপর আস্থা রাখেন নিশ্চয়ই তাদের মধ্যে একজন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ৷ রিয়াদের ছোট-ছোট ইনিংসগুলোর গুরুত্ব রয়েছে অধিনায়কের কাছে৷ অভিজ্ঞতায় রিয়াদের প্রয়োজন অবশ্যই রয়েছে৷ ভক্তদের কাছে সর্বদা প্রিয় থাকলেও মন্থর ব্যাটিংয়ে আস্থা অর্জন কি সম্ভব নির্বাচকদের?


-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।