ঢাকা | শুক্রবার, ৩ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

“আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়”

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২ ০৯:৩৬

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ফাইল ছবি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এইতো খুব বেশি দিন আগের কথা নয়৷ গত মার্চেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কি তাণ্ডবটা না করেছিলেন টাইগার পেসাররা। তাসকিন-শরিফুলদের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অথচ পাঁচ মাসের ব্যবধানেই এবার যেন পুরো উল্টো চিত্র। 

জিম্বাবুয়ে সফরে এসে বোলিং করতেই ভুলে গেলেন, তাসকিন, শরিফুল, মুস্তাফিজরা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছায়া হয়ে থাকার পর, প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও একই দশা৷ তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটাতেই চার পেসার খেলেও জিম্বাবুয়ের তুলতে পেরেছে মোটে চার খানা উইকেট। তাতেই দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, জিতেছে টি-টোয়েন্টি সিরিজটাও।

এবার স্বাগতিকদের সামনে নয়া চ্যালেঞ্জ। হারারেতে আগামীকাল (১০ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এ ম্যাচ জিতলেই ২০০১ সালের পর আবারও বাংলাদেশকে ধবলধোলাই স্বাদ দিবে আফ্রিকান দেশটি। এদিকে টাইগার পেসারদের নখদন্তহীন বোলিং, হতাশ করেছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। তাইতো আক্ষেপের সুরে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় কী ক্লাসি দল ছিলাম আমরা।’

হারারেতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মুখোমুখি হয়ে ডোনাল্ড বলেছেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম সাউথ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।

মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, এরপর ক্যারিবিয়ানদের ওদেরই মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা দেওয়া। সব ছাপিয়ে জিম্বাবুয়েতে সিরিজ হার৷ স্বাভাবিকভাবেই সেই প্রভাব পড়েছে মাঠ ও মাঠের বাইরে৷ ড্রেসিংরুমেও যে এখন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে তা অনেকটা অনুমেয়ই বলা চলে।

ডোনাল্ড আরও বলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ (মঙ্গলবার) সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি, কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।