ঢাকা | বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, স্বাগতিকদের সমীহ করছেন তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২ ১৮:৩১

বাংলাদেশ ক্রিকেট দল৷ ফাইল ছবি৷ বাংলাদেশ ক্রিকেট দল৷ ফাইল ছবি৷

নট আউট ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫ আগস্ট (শুক্রবার) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল৷ এর আগে কুড়ি ওভারের সিরিজ হেরেছে সফরকারীরা৷ বাকি দুই ফরম্যাটে সাদামাটা তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দূর্বার হলেও অধিনায়ক তামিম ইকবাল সমীহ করছেন স্বাগতিকদের৷

 

ম্যাচের আগের দিন তামিম বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, সে-ই জিতবে। টি-টোয়েন্টিতে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।

 

তামিম যোগ যোগ করেন, ‘আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সুপার লিগের অংশ না হওয়ায় বিশ্রামে রয়েছেন সাকিব আল হাসান৷ এছাড়াও বিশ্রাম পাওয়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন এই সিরিজে৷ উল্লেখ্য: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলেছিলেন রিয়াদ৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।